ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুরুতর অসুস্থ রণবীর কাপুর   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৫১, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা রণবীর কাপুর গুরুতর অসুস্থ। তিনি টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিছুদিন ধরে অসুস্থ রণবীর। চিকিৎসকরা জানিয়েছেন, তার টাইফয়েড হয়েছে।     

মাত্র কয়দিন আগেই ব্রহ্মাস্ত্র ছবির প্রথম সিডিউলের কাজ শেষ করে দেশে ফিরেছেন রণবীর। সঞ্জয় দত্তর বায়োপিকের শুটিং করছিলেন তিনি। কিন্তু, এর মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, টাইফয়েডে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁকে কিছুদিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টাইফয়েডের জন্য বিশেষ ডায়েট দেওয়া হয়েছে অভিনেতাকে। পাশাপাশি, কোনও পরিশ্রম করতে না করে দিয়েছেন চিকিৎসকরা। এর জেরেই এখন শুটিংয়ের কাজ বন্ধ রাখতে হতে পারে অভিনেতাকে। এ প্রসঙ্গে আলিয়াকে প্রশ্ন করা হয়। কিন্তু, এ বিষয় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি