ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রেড্ডির নগ্ন প্রতিবাদ নিয়ে মুখ খুললেন রামগোপাল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৩০, ১০ এপ্রিল ২০১৮

কিছুদিন আগেই হায়দরাবাদের মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দফতরের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী শ্রী রেড্ডি। তাঁর প্রতিবাদ ছিল ফিল্মে কাস্টিং কাউচ-অর বিরুদ্ধে, এছাড়াও কেনো স্থানীয় অভিনেতা অভিনেত্রীদের বাদ দিয়ে বাইরের অভিনেতাদের তেলেগু ছবিতে সুযোগ দেওয়া হয়, তাই নিয়েও ছিল ক্ষোভ।

শ্রী রেড্ডির এই প্রতিবাদের জেরে তাঁকে অ্যাসোসিয়েশনের সদস্যপদ থেকে বহিস্কারের হুমকি দিয়েছে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন। শ্রী রেড্ডির হুমকি ও প্রতিবাদ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ অ্যসোসিয়েশন।

এমন একটি সময়ে শ্রী রেড্ডির পাশে এসে দাঁড়িয়েছেন পরিচালক রামগোপাল ভর্মা। তিনি জানিয়েছেন, আপাতত জাতীয় সেলেব্রিটি হয়ে উঠেছেন শ্রী রেড্ডি। তাই যাঁরা পবন কল্যাণকে চেনেন না তাঁরাও এখন শ্রী রেড্ডিকে চেনেন।      

এদিকে, এই বিতর্কে থাকা অভিনেত্রীর দাবি ছিল, ফিল্মে কাজের সুযোগের বদলে অভিনেত্রীদের যৌন হেনস্থার শিকার হতে হয়। বহু প্রযোজক ও পরিচালক অভিনেত্রীদের থেকে যৌন সঙ্গম দাবি করে থাকেন। আর এই ঘটনার প্রতিবাদ করেই জন সমক্ষে নগ্ন হয়ে প্রতিবাদে নামেন শ্রী রেড্ডি। 

সূত্র: ওয়ান ইন্ডিয়া

একে//এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি