ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

দেবি’র ফার্স্ট লুকে মিসির আলির মাঝে চঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ১০ এপ্রিল ২০১৮

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ র ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়।

পোস্টারে দেখা যায় চঞ্চল চৌধুরী চিন্তিত ভঙ্গিতে সিগারেট টানছেন। ধোঁয়া ওঠছে সিগারেটের। আর তাকে দেখাচ্ছে অন্যরকম ভঙ্গিতে। তার মুখে চিন্তার ভাঁজ। চুলগুলো কিছুটা এলোমেলো।    

জাজের অফিসিয়াল পেইজের ক্যাপশনে উল্লেখ করা হয়, `জীবনের খেলাগুলো জটিল অঙ্কের মতো, কখনো সমাধান হয় ,আবার কখনো সমাধান হয়েও হয় না...,

বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এই ছবিটির প্রযোজনায় রয়েছে জয়া আহসান। ছবিটি পরিচালনা করছেন অনম বিশ্বাস। এর পরিবেশনার দায়িত্বে রয়েছেন জাজা মাল্টিমিডিয়া।

চঞ্চল চৌধুরী এর আগে মনপুরা ও আয়নাবাজি ছবিতে অভিনয় করে বাজিমাত করেন। তার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়। মিসির আলিতেও সেই মুগ্ধতা ছড়াবেন এমনটা তার প্রথম দর্শনেই আন্দাজ করা যায়। 

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি