ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

অভিনেত্রীকে ঘুমের ওষুধ খাওয়ার পরমর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:২৭, ১১ এপ্রিল ২০১৮

কলকাতার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী লকেট। বর্তমানে তিনি বিজেপির হয়ে রাজনীতিতে ব্যস্ত রয়েছেন। বেশ কয়েকবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এসে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন তিনি। এজন্য তাকে ঘুমের ওষুধ খাইয়ে শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল।

গতকাল মঙ্গলবার অনুব্রত মন্ডল সিউড়িতে তার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মলনে বলেন, আমাদের এখানে তিনটি ব্লকে ভোট হবে। সেই তিনটি ব্লক হল রাজনগর, ময়ূরেশ্বর-১ ও ২। আমি এই তিনটি ব্লকের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি।

অনুব্রত মন্ডল আরও বলেন, এখানে একজন পাগলী (লকেট) আসে। তাকে তো মনোনয়ন জমা দেওয়ার দিন দেখা গেল না। যাদের মাথায় ছিট আছে তাদের ঘুমের ওষুধ খাইয়ে শুইয়ে রাখতে হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি