ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আব্রামকে নিয়ে শাহরুখের স্বপ্ন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৪২, ১২ এপ্রিল ২০১৮

বলিউড কিং শাহরুখ খান। খেলার প্রতি রয়েছে তার অসম্ভব ভালোবাসা। ‘চাক দে’ ইন্ডিয়া বলিউড এই ব্লকবাস্টার ছবিতে শাহরুখ খান অভিনয় করেছিলেন। এই ছবিতে তিনি ছিলেন কবির খান নামে একজন হকি কোচ। এরপর থেকে হকি খেলার প্রতি কিং খানের ভালোবাসা আর গোপন থাকেনি।

কিন্তু, ২০১৩ সালে জন্ম নেওয়া শাহরুখের তৃতীয় ছেলে আব্রামকে নিয়ে তাঁর স্বপ্ন কী? গত ৮ এপ্রিল কলকাতায় অবস্থানরত বলিউড বাদশাহকে এমন প্রশ্ন করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। জবাবে শাহরুখ জানান, তিনি চান তাঁর ছেলে আব্রাম একজন হকি খেলোয়াড় হোক।    

ছেলে আব্রাম এবং মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ কলকাতায় আসেন আইপিএলে কলকাতা নাইট রাইডারসের খেলা দেখতে। সেসময় সংবাদ মাধ্যমটিকে বলেন, “আব্রাম এখনো ক্রিকেট খেলা শুরু করেনি। সে টুকটাক ফুটবল খেলে। তবে আমি চাই আব্রাম ভারতীয় দলের হয়ে হকি খেলুক।”

তথ্যসূত্র: এনডিটিভি    


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি