ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মনমোহন সিং হলেন অনুপম খের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:১৮, ১৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

অনুপম খের হলেন মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। আর তিনি যখন প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে আসছেন, সঙ্গে সঙ্গে ভাইরাল হল সেই ভিডিও।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় নীল পাগড়ি বেঁধে হেঁটে বেরিয়ে আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সঙ্গে মনমোহন সিং-এর পরণে রয়েছে সাদা পাঞ্জাবি এবং কালো রঙের একটি কোট। তবে ওই ভিডিও দেখে আপনি কোনওভাবেই মনমোহন সিং-এর সঙ্গে অনুপম খেরকে আলাদা করতে পারবেন না।

সঞ্জয় বারু’র বই অবলম্বনে এ সিনেমার পরিচালনা করছেন বিজয় রত্নাকর গুটে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সংবাদ মুখপাত্র ছিলেন সঞ্জয় বারু। অনুপম খের-এর এই সিনেমায় সঞ্জয় বারু-র চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে। সিনেমার প্রযোজনা করছেন হনশল মেহতা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি