ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বৈশাখে বেবী নাজনীনের ‘রাত জাগা দুটি চোখ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১৩ এপ্রিল ২০১৮

জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে স্টেজ শো নিয়ে খুব ব্যস্ত এই তারকা। তবে, বেশ বেছে বেছে বড় বড় শোগুলোতে অংশ নিচ্ছেন তিনি। এদিকে নতুন গান নিয়েও চলছে তার ব্যস্ততা। পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ পাচ্ছে বেবি নাজনীনের নতুন একটি গান।

‘রাত জাগা দুটি চোখ’ শিরোনামের গানটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এটি প্রকাশ হবে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।

এ বিষয়ে বেবী নাজনীন বলেন, ‘রাত জাগা দুটি চোখ’ শিরোনামের গানটি বেশ ভালো হয়েছে। একেবারে মনের মতো। কথা-সুর সব মিলিয়ে আমার নিজের গাইতেও চমৎকার লেগেছে। সাউন্ডটেক থেকে পহেলা বৈশাখেই এটি প্রকাশ হচ্ছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি।’

এদিকে এর বাইরে বেবী নাজনীন বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের নতুন একক অ্যালবামের কাজ নিয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি গানের কাজ শেষ করেছেন তিনি। খুব শিগগিরই তিনি অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি