ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

কথা না শুনায় অন্তঃসত্ত্বা শিল্পীকে গুলি করে হত্যা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ১৩ এপ্রিল ২০১৮

এক অন্তঃসত্ত্বা সংগীত শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশের লারকানা এলাকার কাঙ্গা গ্রামে একটি উৎসব অনুষ্ঠানে ওই শিল্পীকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। নিহতের নাম সামিরা (২৮)। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই বন্দুকধারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাঁর নাম তারিক জাতোই।

আটক বন্দুকধারী জানান, গুলি ছোড়ার সময় দুর্ঘটনাবশত সামিরার শরীরে লেগেছে।      

সামিরার স্বামী আশিক সামুর বলেন, উৎসবের সময় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাকে ধমক দিয়ে দাঁড়াতে ও গান গাইতে বলেন। এ সময় সামিরা জানান, তিনি অন্তঃসত্ত্বা। উঠে দাঁড়াতে পারবেন না। এ সময় ওই ব্যক্তি তাঁকে গুলি করেন।

সামিরা সিন্ধুতে স্থানীয়ভাবে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়। সিন্ধি লোকগান এবং সুফি গানের ওপর তার কমপক্ষে আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে জীবনমুখী গান করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি