ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

শ্রীদেবির মৃত্যুর রাতেও ওর সঙ্গে কথা হয়েছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৪ এপ্রিল ২০১৮

গত ২৪ ফেব্রুয়ারি। হঠাৎ না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। তা এখনও মেনে নিতে পারেন না তার প্রিয়জনেরা। তেমনই একজন শ্রীর ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র। শ্রীদেবীর মৃত্যুর পর প্রিয় বন্ধুকে নিয়ে এই প্রথম মুখ খুললেন মণীশ।

মণীশ বলেন, এই প্রথম আমার এত কাছের কাউকে হারালাম। ২৮ বছর ধরে শ্রীদেবীকে চিনতাম। সে দিন একটা বিয়ে বাড়িতে ছিলাম। আমার এখনও মনে হচ্ছে যেন হঠাৎ করেই শ্রীলতা শ্রীর অন্ত্যেষ্টির শাড়ি এনে আমার হাতে দিল।

সে দিন রাতেও শ্রীর সঙ্গে কথা হয়েছিল আমার। কত কিছু নিয়ে কথা বলতাম আমরা। এখনও মনে হয় হঠাৎ ফোনটা বেজে উঠবে। আর কোনো প্রজেক্ট নিয়ে শ্রী আবার আমার সঙ্গে কথা বলবে।

পেশাগত ছাড়াও ব্যক্তিগত বিষয় নিয়েও শ্রীদেবীর সঙ্গে নিয়মিত কথা হত মণীশের। এখন তিনি শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর জন্য ড্রেস ডিজাইন করছেন। মণীশের কথায়, কিভাবে জীবনের যাত্রা পূর্ণ হয়। এখন জাহ্নবীর ডেবিউ হবে। আমি ওর জন্য কাজ করছি। ঠিক যেন মায়ের মতোই ট্যালেন্ট আর ডিসিপ্লিন মিলিয়ে তৈরি হয়েছে জাহ্নবী।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি