ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

মুগ্ধতা ছড়াচ্ছে ‘জেন্টলম্যান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১৪ এপ্রিল ২০১৮

নতুন গান নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার ‘জেন্টলম্যান’। তার নতুন গানের এ মিউজিক ভিডিটি গত ১১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের একটি রেস্টুরেন্টে ‘ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।

লুইপার গাওয়া এ গানটি লিখেছেন ওপার বাংলার প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর-সংগীত করেছেন আকাশ সেন। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সিয়াম আহমেদ। এর আগে গত মাসে গানটির দৃশ্যধারণের কাজ হয় মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে।

ইউটিউবে প্রকাশের পর পরই দর্শকদের নজর কেড়েছে গানটি। বিশেষ করে অডিওর সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ এবং সিয়ামের সঙ্গে লুইপার অসাধারণ পারফরমেন্স। গানের প্রশংসা করছেন সবাই।

এ বিষয়ে লুইপা বলেন, ‘জেন্টলম্যান’ প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। ভিডিওতে সিয়াম ভাইয়ার সঙ্গে আমার পারফরমেন্সের প্রশংসা করছেন সবাই। এজন্য আমি পুরো টিমের প্রতি কৃতজ্ঞ।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি