ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাখো যুবকের হৃদয়ের রানি কে এই তরুণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৫:৩৫, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

যার কথা উঠলেই অন্যরকম অনুভূতি কাজ করে হৃদয়ে। তার ছবি চোখের সামনে ভেসে উঠলে এক অপ্রতিরোধ্য আকর্ষণ কাজ করে। তিনি সন্দিপা ধার। বলিউডের এই তরুণ অভিনেত্রীর সৌন্দর্যে মাত সবাই। অল্প সময়ে লাখো তরুণের হৃদয়ের রানি হয়ে উঠেছেন তারুণ্যদীপ্ত এই অভিনেত্রী।  

মোহনীয় চেহারার অধিকারী সন্দিপার জন্ম ভারতের শ্রীনগরে। বেঙ্গালুরুর ন্যাশনাল পাবলিক স্কুল থেকে এসএসসি পাশ করেন। মুম্বাইয়ের সেন্ট জাবিয়ার কলেজ থেকে অ্যাডভারটাইজিংয়ে গ্রাজুয়েশন করেন।

সন্দিপা রুপালী জগতে যাত্রা ২০১০ সালে। রাজস্রী প্রোডাকশনের অক্ষয় ওবেরি ছবিতে অভিনয় করেন তিনি। দাবাং ও হেরোপনতি ছবিতে পার্শ চরিত্রে অভিনয় করে সাড়া জাগান। দর্শকরা তার স্নিগ্ধতায় সিক্ত। 

সন্দিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয। ফেসবুক, টুইটার ও ইনস্ট্রাগামসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদা আপডেট থাকেন এ সুন্দরী।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি