ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

মরণোত্তর দাদাসাহেব ফালকে

পুরস্কারে ভূষিত বিনোদ খান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৫ এপ্রিল ২০১৮

প্রয়াত শক্তিমান বলিউড অভিনেতা বিনোদ খান্নাকে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হচ্ছে। ভারতীয় সিনেমাতে তার অবদানের কথা স্মরণ করে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ভারতীয় সিনেমার সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই দাদাসাহেব ফালকে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এই পুরস্কারটি দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ রুপি। সঙ্গে দেওয়া হয় একটি স্বর্ণকমল এবং একটি উত্তরীয়।

অফিসিয়ালি পুরস্কারটি প্রদান করা হবে আগামী ৩ মে। সে দিন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বিজয়ীদের মাঝে এই পুরস্কার হস্তান্তর করবেন।

উল্লেখ্য, বিনোদ খান্নার জন্ম ৬ অক্টোবর, ১৯৪৬। তিনি মৃত্যুবরণ করেন ২৭ এপ্রিল, ২০১৭ সালে। ভারতীয় অভিনেতা ও বলিউডের চলচ্চিত্র প্রযোজক বিনোদ খান্না দুইবার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। তিনি একজন সক্রিয় রাজনীতিবিদও ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৯ এবং ২০১৪ থেকে আমৃত্যু গুরদাসপুর থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার মূত্রথলিতে ক্যান্সারের কারণে ২৭ এপ্রিল, ২০১৭ তারিখে সত্তর বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান।

সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি