ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

হল থেকে দৌঁড়ে পালালেন ববি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:২০, ১৯ এপ্রিল ২০১৮

মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘বিজলী’। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের অন্যতম গ্লামার চিত্রনায়িকা ববি। পহেলা বৈশাখকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সিনেমাটি নিয়ে বেশ রোমাঞ্চিত নায়িকা।

গতকাল বৈশাখের বিকেলটা ছিল বৃষ্টিস্নাত। পুরো সময় ‘বিজলী’ময় কেটেছে নায়িকার। তবে সেই বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন হলে গিয়েছিলেন ববি। দর্শকসারিতে বসে সিনেমা দেখেছেন তিনি।

বিজলী নিয়ে ববি বলেন, ‘আমি বেশ রোমাঞ্চিত। সিনেমা মুক্তির পর থেকে দর্শকের অনেক ভালো সাড়া পাচ্ছি। মুক্তির প্রথম দিন মধুমিতা হলে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। হলভর্তি দর্শক ছিল। আমি পেছনের সারিতে দাঁড়িয়ে সিনেমাটি দেখছিলাম। হঠৎ কিছু দর্শক আমাকে দেখতে পেয়ে পেছনের দিকে আসতে শুরু করলেন। বলতে শুরু করলেন, ‘ববি এসেছে।’ অবস্থা সামলাতে না পেয়ে হল থেকে দৌঁড়ে বেরিয়ে এসেছি। দর্শকদের ভালোবাসার জন্যই অভিনয় করছি। তাঁদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হবো।’

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘বিজলী অনেক নিষ্পাপ একটা মেয়ে। অলৌকিক ক্ষমতা থাকলেও মেয়েটার মন অনেক সরল। নারীশক্তির প্রতীক ‘বিজলী’।’

এর আগেও বেশ কয়েকটি সিনেমায় ববি ঢালিউড দর্শকদের মাতিয়েছেন। তবে নতুন এ সিনেমাটি নিয়ে দর্শকদের অনেক সাড়া পাচ্ছেন ববি। এমনকি সিনেমাটির প্রযোজকও ভাবছেন অন্য কিছু। ‘বিজলী-২’ নির্মাণের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায়।

বিষয়টি নিয়ে ববি বলেন, ‘‘বিজলী’ সিনেমাটির শেষ অংশে আমরা চমক রেখেছি। পুরোপুরি শেষ করিনি। এর কারণ ‘বিজলী-২’ নির্মাণ করার কথা আমরা ভেবেছিলাম অনেক আগেই। ‘বিজলী-২’ সিনেমাটি বানানোর প্রস্তুতি চলছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি