ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউইয়র্ক যাচ্ছেন সজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ১৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আবদুন নূর সজল। আসছে ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। ইতিমধ্যে অনেকগুলো নাটকের শুটিং করেছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা আজ যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে নিউইয়র্কে ২০ দিন থাকার পরিকল্পনা আছে তার। এমনটাই জানিয়েছেন তিনি।

সজল প্রতি বছরই একবার হলেও নিউইয়র্কে যান। এবার তিনি সেখানে দুটি শো’তে অংশ নেবেন। এ ছাড়া নিউইয়র্কে তার বোন থাকেন। বোনের সঙ্গেও দেখা করবেন তিনি।

নিউইয়র্ক নিয়ে সজল বলেন, ‘বাংলাদেশের মতো সুন্দর কোনো জায়গা নেই। তবে নিউইয়র্কের জ্যামাইকা অনেক ভালো লাগে। মনে হয়, এটা বাঙালিপাড়া। জ্যামাইকাতে গেলে মনে হয় না দেশের বাইরে আছি। দেয়ালে দেয়ালে বাংলা লেখা। বাংলা দোকান। বাংলা খাবার। প্রবাসে গিয়ে এসব দেখতে ভালো লাগে।‘

ঈদের নাটক নিয়ে তিনি বলেন, ‘এখন অনেক বৈচিত্র্যময় গল্পে কাজ হচ্ছে। অভিনয় করেও ভালো লাগছে। গেল দুই ঈদে দেখা গিয়েছে শুধু হাসির, কমেডি কিংবা রোমান্টিক নাটকের বাইরেও অনেক রকম গল্পের নাটক হয়েছে। আমি আশাবাদী, সামনের ঈদে অনেক বৈচিত্র্যপূর্ণ গল্পের কাজ হবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি