ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

গানেই লিজার ব্যস্ততা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৬ এপ্রিল ২০১৮

সানিয়া সুলতানা লিজা। ক্লোজআপ ওয়ান তারকা। স্টেজ, প্লেব্যাক, অ্যালবাম, মিউজিক ভিডিও সব ক্ষেত্রেই লিজার উপস্থিতি বিদ্যমান। ইতিমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই কণ্ঠশিল্পী। গানের বাইরে একজন উপস্থাপিকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন লিজা। বর্তমানে গান নিয়েই তার যতো ব্যস্ততা। শো নিয়ে ব্যাপক ব্যস্ত থাকতে হচ্ছে তাকে।

বর্তমান ব্যস্ততা নিয়ে লিজা বলেন, ‘সত্যি বলতে অনেক ব্যস্ততা যাচ্ছে। আমার শো-র ব্যস্ততা সারা বছরই থাকে। কিন্তু তার মধ্যে শীত মৌসুম এলে সেটা বেড়ে যায়। শীত মৌসুমের পর এখনও টানা শো চলছে। দেশের বিভিন্ন স্থানে শো করছি। সামনেও কিছু শো রয়েছে। আসলে বর্ষা মৌসুম পর্যন্ত এই ব্যস্ততা চলবে। আর শো করতে আমার বরাবরই ভালো লাগে। কারণ এখানে শ্রোতাদের সরাসরি গান শোনানো যায়। আবার সাড়াও সরাসরি পাওয়া যায়।’

নতুন গান নিয়ে লিজা বলেন, ‘আমি নির্দিষ্ট সময় পর পর গান প্রকাশ করছি। ভিডিও আকারে সিঙ্গেলই করছি। কয়েক মাস আগে আমার সর্বশেষ গান ‘আসমানী’ প্রকাশ হয়েছে। গানটির সাড়া এখনও ভালো পাচ্ছি। নতুন বেশ কয়েকটি গানের পরিকল্পনা রয়েছে। সামনে ভিডিওসহ গানগুলো একে একে প্রকাশ করবো।’

প্লেব্যাক নিয়ে লিজা বলেন, ‘প্লেব্যাকও করছি। বেশ কিছু সিনেমাতে কাজ করেছি। এর মধ্যে সর্বশেষ বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমাতে গান গেয়েছি। ‘তারে দেখি আমি রোদ্দুরে’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। বেশ ভালো সাড়া পাচ্ছি এর। আর সামনেও কয়েকটি চলচ্চিত্রে গান গাওয়ার কথা রয়েছে। ব্যাটে বলে মিললে হয়তো করবো।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি