ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না প্রিয়াংকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১৬ এপ্রিল ২০১৮

বলিউড তারাকা প্রিয়াংকা চোপড়া বর্তমানে ব্যস্ত রয়েছেন হলিউডে। ‘কোয়ান্টিকো’ সিরিজের শুটিংয়ে এখন তিনি অবস্থান করছেন আয়ারল্যান্ডে। তবে মাঝে-মধ্যে মুম্বাই আসেন তিনি। তার আগমনে ভক্তরা উৎসুক হয়ে ওঠেন। ভাবেন এবার হয়তো নতুন হিন্দি সিনেমাতে কাজ করবেন প্রিয়াংকা। কিন্তু তা আর হয়ে ওঠে না। কিন্তু কেনো? এই প্রশ্ন প্রিয়াংকা ভক্তদের।

এবার সেই কারণের ব্যাখাটা নিজেই দিলেন। বললেন, অভিনয় উপযোগী কোনো চিত্রনাট্য পাচ্ছেন না তিনি। আর সেই কারণেই নতুন হিন্দি সিনেমাতে ইদানিং কাজ করা হচ্ছে না।

প্রিয়াংকাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে প্রকাশ ঝার ‘জয় গঙ্গাজল’ সিনেমাতে। তারপর থেকে আর বলিউডে দেখা যায়নি তাকে। অবশ্য এমন নয় যে তিনি কাজই করছেন না। তার মার্কিন টেলিভিশন সিরিয়াল ‘কোয়ান্টিকো’ ভারত সহ ৬৪টি দেশে দেখানো হচ্ছে।

এদিকে শোনা যাচ্ছে, প্রয়াত মহাকাশচারী কল্পনা চোপড়ার জীবনীতে কাজ করতে আগ্রহী প্রিয়াংকা। তবে এখনও এ বিষয়ে তিনি বা সিনেমার নির্মাতারা কেউই মুখ খোলেননি।

সূত্র : টাইমস নাউ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি