ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ভ্রু নাচিয়ে ফের আলোচনায় প্রিয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৫৯, ১৬ এপ্রিল ২০১৮

কিছু দিন আগে ভ্রু নাচিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন ভারতের প্রিয়া প্রকাশ। এ নিয়ে গণমাধ্যমেও কম আলোচনা-সমালোচনা হয়নি। এবার একটি বিজ্ঞাপনে আবারও ভ্রু নাচিয়ে বেশ মিডিয়ায় সাড়া ফেলেছেন তিনি। ভারতের এনডিটিভির সূত্রে এমনটাই জানা গেছে।

এই বিজ্ঞাপনটি ছয়টি ভাষায় প্রকাশিত হয়েছে। যা ইউটিউবে ইতোমধ্যে এক লাখবার দেখা হয়েছে।

তার এই ভিডিওতে একজন মন্তব্য করেছে, প্রিয়া একজন জাতীয় ক্রাশ।

আরেকজন মন্তব্য করেছেন, আমরা প্রিয়ার ভ্রু নাচানোকে পছন্দ করি। তার সিনেমার জনপ্রিয় গানটিও আমরা পছন্দ করি। এই মালানিয়াম ছবিটি পরিচালনা করেছেন ওমর লালু।

ফেব্রুয়ারিতে প্রথম যখন সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। তা ব্যাপক সাড়া ফেলেন। মাত্র এক দিনে এক লাখের অধিক দেখা হয়ে যায়।  ‘ওরু আদর লাভ’ সিনেমাটি এ বছর ঈদে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

ভিডিও দেখুন

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি