ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন সালমান   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:০২, ১৭ এপ্রিল ২০১৮

যোধপুর আদালত সামলমান খানের করা পিটিশনের ওপর শুনানি শেষে তার রায় প্রদান করেছে। রায়ে আদালত বৈধভাবেই সালমান খানকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছেন।

এখন থেকে সালমান খানকে বিদেশে শুটিংয়ে যেতে আর বাধা নেই। তিনি বিশ্বের যে কোনো দেশে এখন যেতে পারবেন। তার রেস ৩, ভারত, কিক ২, দাবাং ৩-এর মতো ছবিগুলোও এখন বহির্বিশ্বে চিত্রায়নও এবার নিশ্চিত হলো।    

উল্লেখ্য, গতকাল থেকে আলী আব্বাস জাফরের পরিচালনায় হোম প্রডাকশন ম্যাগনাম ওপাস `ভারত`-এর কাজ শুরু করেছেন সালমান খান। এ ছবিতে তার বিপরীতে আছেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইউরোপের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রধারণ করা হবে। সূত্র : বলিউড লাইফ.কম

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি