ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

মাদকাসক্তের হাত থেকে নারীকে বাঁচালেন বিবার    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১১, ১৮ এপ্রিল ২০১৮

এক মাদকাসক্তের কবলে পড়ে হেনস্তার স্বীকার হচ্ছিলেন এক নারী। ওই সময় সেই নারীকে বাঁচাতে এগিয়ে এলেন জাস্টিন বিবার। কিন্তু ওই মাদকাসক্ত বিবারকে পাত্তাই দিচ্ছিলেন না। উল্টো তাকে গালিগালাজ করলেন। বিবারও নাছোড় বান্দা। সে ওই নারীকে মুক্ততো করলেনই, ওই মাদকাসক্তকেও দিলেন কয়েকটা।

গত শনিবার কোয়াশেলা মিউজিক আর্ট উৎসবের পার্টিতে এ ঘটনা ঘটে। সেখানে বেশ ফুর্তিতে ছিলেন বিবার। সে সময়ই তিনি দেখছিলেন যে এক লোক এক নারীকে জাপটে ধরেছেন। জাস্টিন বিবার এগিয়ে এসে হেনস্তাকারীকে বলেন ওই নারীকে ছেড়ে দিতে। এরপরই ঘটে পরবর্তী ঘটনাগুলো।    

মাদকাসক্ত লোকটি নাকি এরপর রাগ করে একটা ব্যক্তিগত গাড়িতে আঘাত করেন আর জাস্টিন বিবারের নাম ধরে চিৎকার করেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। দুই-তিন দিন ধরেই ওই উৎসবে আছেন জাস্টিন। সূত্র: ইয়াহু

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি