ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ফের পুরনো প্রেমিক সঞ্জয়ের সঙ্গে মাধুরী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১০, ১৮ এপ্রিল ২০১৮

এক সময় দু’জনের প্রেম ছিল সবার মুখে মুখে। কিন্তু সে প্রেম বেশি দিন টেকেনি। এবার সেই পুরনো প্রেমিক সঞ্জয় দত্তের হাত ধরতে যাচ্ছেন পর্দা কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এক সঙ্গে তারা আবার জুটি বেঁধে ‘ধকধক গার্ল’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন।

তবে এর আগে করণ যোহরের ছবিতে তাদের অভিনয় করার কথা শুনা গেলেও তারা তার ছবিতে অভিনয় করছেন না বলে জানা গেছে। তারা অভিষেক বর্মণ এর পরবর্তী ছবি ‘ধক ধক গার্ল’ এ জুটি বেঁধে অভিনয় করবেন।  

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মাধুরী দীক্ষিতের সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রীন শেয়ার করতে কোনো আপত্তি নেই। ব্যক্তিগতভাবে তাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন তারা অভিনয় করবেন। দীর্ঘ ২৫ বছর পর ফের তাদেরকে পর্দায় দেখতে পাবে দর্শক। সর্বশেষ এ দু’জন ‘খলনায়ক’ ছবিতে অভিনয় করেছিলেন।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি