ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

৩টি শর্ট ফিল্ম নিয়ে আসছে রোমিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ১৮ এপ্রিল ২০১৮

হুমায়ুন কবির রোমিও দীর্ঘদিন থেকে মিডিয়ায় কাজ করছেন। এবার তিনি একটি ইউটিউব চ্যানেল “Keep up Dream” নিয়ে আসছেন। যেখানে তিনি বিনোদন ও শিক্ষা নিয়ে কাজ করবেন। এ লক্ষ্যে ইতিমধ্যে তিনি ৩টি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন।

শর্টফিল্মগুলো পরিচালনা করেছেন তানিম। ভিন্ন ভিন্ন গল্পের এই ফিল্মগুলোর শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনসহ রূপগঞ্জের চিত্রপুরী শুটিং স্পটে।

এতে অভিনয় করেছেন একঝাঁক নতুন মুখ। তারা হলেন, রোমিও, রাজিব, নাসা, মিলি, আজগর, নাসির প্রমুখ।

হুমায়ুন কবির রোমিও বলেন, ভবিষ্যতে চ্যানেলটিতে নতুন নতুন নাটক, টেলিফিল্ম, ডকুমেন্টারী, একাডেমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোডের মাধ্যমে শিক্ষা ও বিনোদন নিয়ে কাজ করবো। আশা করি এর মাধ্যমে সবাই উপকৃত হবে।   

আরকে/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি