ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

শ্যুটিংয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন প্রসেনজিৎ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৫৫, ১৮ এপ্রিল ২০১৮

আগামী ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি `দৃষ্টিকোণ`। এই ছবিতে পেশায় এক আইজীবীর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এটি এমন একটি চরিত্র যিনি ছবির প্রথম পর্বে একটি চোখে দেখতে পান না।পরবর্তী সময়ে গিয়ে দুটি চোখেই দৃষ্টিশক্তি হারাবেন। তবে এই চরিত্রে অভিনয় করা মোটেও সহজ ছিল না প্রসেনজিতের। শ্যুটিং করার সময় সত্যি সত্যিই নাকি দৃষ্টি শক্তি হারাতে বসেছিলেন তিনি।

জি ২৪ঘণ্টার স্টুডিওতে এসে `দৃষ্টিকোণ` ছবিটির শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক গাঙ্গুলি এ তথ্য জানান। শ্যুটিংয়ের জন্য প্রসেনজিতের চোখে বিশেষ লেন্স পরতে হয়েছিল। যেটি বিদেশ থেকে আনা হয়েছিল। তবে চিকিৎসকের কড়া নির্দেশ ছিল এই লেন্স বেশিক্ষণ পরে থাকলে সত্যিই দৃষ্টিশক্তি হারাতে হতে পারে বা চোখের ভীষণ ক্ষতি হতে পারে। তবে সেসব উপদেশ তোয়াক্কা না করেই ওই লেন্স পরে দীর্ঘক্ষণ শ্যুটিং চালিয়ে যান তিনি।

দীর্ঘক্ষণ এটি পরে থাকার ফলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চোখে ভয়াবহ সংক্রমণ হয়।তখন প্রসেনজিতের চোখ ফুলে উঠে। পরে শ্যুটিংয়ের স্বার্থেই পরিচালকের কাছে এ কথা গোপন করতে হয়েছিল তাকে।
চোখে সংক্রমণ হওয়ার কারণেই নাকি অভিনেত্রী পাওলি দামের বিয়েতে যেতে পারেননি তিনি। তার পরিবর্তে নিমন্ত্রণ রক্ষা করেন তার স্ত্রী অর্পিতা ও বোন পল্লবী।

 

সূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি