ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভারত’ দিয়ে ভারতে ফিরছেন প্রিয়াঙ্কা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৭, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গত কয়েক বছর ধরে তাকে হলিউড পাড়ায় অভিনয় করতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এবার তার বলিউডে পা রাখার পালা। তবে তিনি কিভাবে ফিরছেন-এমন প্রশ্ন তার ভক্তদের। অবশেষে দীর্ঘ্য প্রতিক্ষার অবসান ঘটিয়ে ‘ভারত’ ছবি দিয়ে ফিরছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে প্রিয়াঙ্গা এ কথা জানান।

প্রিয়াঙ্গা বলেন,  খুব শিঘ্রই আমাকে বলিউড সিনামায় দেখতে পাবেন। আমি ‘ভারত’ ছবির মাধ্যমে ফিরছি।আমি সালমান ও আলি আসগরের সঙ্গে শুটিং শুরু করার জন্য অপেক্ষা করছি। এর আগে যখন ওদের সঙ্গে কাজ করেছি, অনেক কিছু শিখেছি। এবার সেই সুযোগ পাব আশা করি। আমাকে সাপোর্ট করার জন্য সব অনুরাগীকে ধন্যবাদ।

এর আগে ২০১৬ সালে প্রিয়াঙ্কার বলিউডের শেষ ছবি ‘জয় গঙ্গাজ’ মুক্তি পেয়েছিল।২০০৮-এ মুক্তিপ্রাপ্ত ‘গড তুসি গ্রেট হো’ ছবিতে সালমান-প্রিয়াঙ্কা শেষবার জুটি বেঁধেছিলেন। এখন  ভারত ছবি দিয়ে তাদের ফের বড়পর্দায় ফেরার পালা।

উল্লেখ্য, সোমবার থেকে মুম্বাইতে ‘ভারত’-এর শুটিং শুরু করেছেন সালমান খান।  

এমএইচ/এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি