ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সোনমের ‘ফেক হিন্দু’ শব্দের প্রতিবাদ করলেন কোয়েনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৯ এপ্রিল ২০১৮

আট বছরের বালিকাকে মন্দিরের ভেতরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ এবং তারপর খুন করার ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। সেই প্রতিবাদের অগ্নি পৌঁছে গেছে বলিউডেও। বিচারের দাবিতে মুম্বাইয়ের সড়কে হেঁটেছেন অনেকেই। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় রুখে দাঁড়িয়েছেন। বিচারের দাবিতে সরব হয়েছেন অনেকেই। এবার নিজের মনের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন সোনম কাপুর। নিজের টুইট প্রোফাইলে ‘ফেক হিন্দু’দের একহাত নিয়েছেন নায়িকা। কিন্তু সেখানেই শেষ নয়, এর জন্য আবার সোনমকেই একহাত নিলেন আরেক অভিনেত্রী কোয়েনা মিত্র। দুই নায়িকার টুইট-যুদ্ধে সরগরম নেটদুনিয়া।

যদিও কোয়েনা এতোদিনেও নিজেকে খুব একটা দামী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। সোনমের টুইটটি নজরে পড়তেই তার জবাব দেন কোয়েনা।

সোনমকে এই অপরাধের বিরুদ্ধে সরব হওয়ার জন্য সাধুবাদ দেন তিনি। কিন্তু তাতে ‘ফেক হিন্দু’ শব্দটির মাধ্যমে সাম্প্রদায়িকতা যোগ করায় তীব্র সমালোচনা করেন কোয়েনা। কয়েকটা মানুষের নৃশংসতার জন্য কোনও ধর্মকে কাঠগড়ায় দাঁড় না করানোর পরামর্শ দেন অভিনেত্রী। সবশেষে #JusticeForAll হ্যাশট্যাগ দিতেও ভোলেননি তিনি। তবে কিছুক্ষণ পরই টুইটটি আর কোয়েনার প্রোফাইলে খুঁজে পাওয়া যায়নি।

সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি