ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

এবার ‘মোমের’ করণ জোহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৯ এপ্রিল ২০১৮

এবার মাদাম তুসোতে পা রাখতে চলেছেন করণ জোহর, থুড়ি করণের মোমের মূর্তি৷ ভারতীয় চিত্রনির্মাতা হিসেবে তিনিই প্রথম যার মোমের মূর্তি শোভা পাবে এই মিউজিয়ামে৷ ভারতীয় সিনেমাতে তার অবদানের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও তার ফ্যান ফলোয়িং তাকে যে মাদাম তুসোর মিউজিয়ামে জায়গা করে দেবে তা বলাই বাহুল্য৷

আর এই কাজের প্রথম ধাপ শুরু হয়ে গিয়েছে করণের সাম্প্রতিক লন্ডন সফরের সঙ্গেই৷ গত ১২ এপ্রিল বৃহস্পতিবার মাদাম তুসোর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং লন্ডনের মার্লিন স্টুডিওর সঙ্গে কথাও হয়ে গিয়েছে তার৷

প্রসঙ্গত, ২০১৮ সালটি ক্রমশই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেজো-র কাছে৷ চলতি বছরেই তার ডিরেক্টোরিয়াল ডেবিউ কুছ কুছ হোতা হ্যায়-র ২০ বছর সম্পূর্ণ হতে চলেছে৷ আগামী অক্টোবরেই কফি উইথ করণ চ্যাট শো-এর ১৫তম সিজনও শুরু হতে চলেছে৷ আর এবার এই ওয়্যাক্স স্ট্যাচু৷ সুতরাং ২০১৮ যে তার জন্য নিঃসন্দেহে ভালো বার্তা বয়ে নিয়ে আসছে তা বলাই যায়৷

তবে এই মোমের মূর্তি কবে প্রকাশ্যে আসবে তা এখনও না জানা গেলেো মনে করা হচ্ছে, কমপক্ষে ছ-মাস সময় লেগে যাবে ‘মোমের’ করণ তৈরি করতে৷
তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি