ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দীপিকার বিয়ের লেহেঙ্গা তৈরি করছেন যে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১৯ এপ্রিল ২০১৮

‘লীলাবালি লীলাবালি বড় যুবতী সই গো। কী দিয়া সাজাইমু তারে”-বেজায় চিন্তায় এখন ডিজাইনার সব্যসাচী। কারণ তার ওপর নাকি ভার পড়েছে কনে সাজানোর। আর এই কনে তো যে সে নয়! বলিউডের পদ্মাবতী।

টিনসেলে কান পাতলেই শোনা যাচ্ছে, গয়নার পর এবার বিয়ের পোশাকের নক্সা করে ফেলেছেন দীপিকা। শোনা যাচ্ছে বিয়ের দিন লেহেঙ্গা পড়বেন তিনি। যা বানাচ্ছেন ডিজাইনার সব্যসাচী।

বলিউডের বাতাসে এখন একটাই খবর৷ খুব শিগগিরই রাম-লীলার বিয়ে৷ সেসবের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত বর-কনে৷ দিন কতক আগে খবর এলো, বিশেষ নক্সার গয়না বানাতে নায়িকা বেঙ্গালুরু ছুঁটে গিয়েছিলেন৷ স্যালনে সময় নিয়ে নিজের রূপচর্চাও করছেন৷ গুঞ্জন বলছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একদিন বসবে বিয়ে আসর। তাই বছর শেষে হাতে কোন কাজ রাখছেন অভিনেত্রী৷

বি-টাউনের এই লাভবার্ডস বরাবরই চুপচাপ থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে৷ সুতরাং তারা যে সিক্রেট ওয়েডিংয়ের সিদ্ধান্ত নেবেন, তা অনেকেই বলছেন৷ জানা যাচ্ছে, সুইজারল্যান্ডের, জেনেভাতে চার হাত এক হবে৷ উপস্থিত থাকবে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব।

তথ্যসূত্র: কলকাতা ২৪ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি