ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

‘দাবাং থ্রি’ তে এন্ট্রি সালমান টেলি-লাভের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১৯ এপ্রিল ২০১৮

সালমান খানের লাভ লাইফ নিয়ে কন্ট্রোভার্সির অন্ত নেই৷ দেশি থেকে বিদেশি, বেশ কয়েকজন সুন্দরীর প্রেমে বহুবার হাবুডুবু খেয়েছেন ‘দাবাং খান’৷ তবে টেলি জগতের একজন অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রায় গুঞ্জন ছড়ায় টিনসেল থেকে টেলি-টাউনে৷

বুঝতে একেবারেই অসুবিধা হওয়ার কথা নয়, যে সেই অভিনেত্রী আর কেউ নন টেলিভিশন ‘নাগিন কন্যা’ মৌনি রায়৷ সেই মৌনির ঝুলিতে পড়ল ‘দাবাং থ্রি’র স্পেশাল ক্যামিওর সুযোগ৷ সূত্রের খবর সোনাক্ষী সিনহার থেকেও বেশি সময়ের ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে৷

‘দাবাং থ্রি’র কাস্টিং নিয়ে আগে খানিক জলঘোলা হয়েছিল৷ তবে এখন শোনা যাচ্ছে সোনাক্ষী সিনহা রয়েছেন ‘রাজ্জো’র ভূমিকায়৷ তবে মৌনি রায়ের চরিত্রটি বেশ ইন্টারেস্টিং৷ তিনি যে দৃশ্যে অভিনয় করবেন তা পুরোটাই ফ্ল্যাশব্যাকের দৃশ্য৷ ‘চুলবুল পাণ্ডে’ অর্থাৎ সালমানের পুরোন প্রেম হিসেবে দেখা যেতে পারে তাকে৷ ছবির ঘনিষ্ঠ সূত্র এক সাক্ষাৎকারে জানান, “দুজন নায়িকার রোলই কম সময়ের৷ মৌনি অভিনয় করবেন একটি বিশেষ চরিত্রে৷ মোট পনেরো কুড়ি মিনিটের স্ক্রিন টাইম থাকবে তার৷”

মৌনির হাতে এখন বলিউডের মোট তিনটি প্রজেক্ট৷ তবে বলিউডে ডেবিউ সারছেন অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবি দিয়ে৷ অন্যদিকে রয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’৷ আর এখন সেই লিস্টে জুড়ল ‘দাবাং থ্রি’র নাম৷ তবে শোনা গিয়েছে, তিনটি ছবিতেই খুব কম সময়ের জন্য অভিনয় করবেন তিনি৷

‘গোল্ড’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে মৌনি জানিয়েছেন, “আমি এতো আনন্দ কখনও পাইনি৷ এর থেকে ভালো আর কিছু হয় না৷ প্রচণ্ড এক্সাইটেড অক্ষয় কুমারের মতো তারকার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে৷ আমি আরও কয়েকটি ছবির অডিশন দিয়ে শর্টলিস্টেড হয়েছিলাম৷ তবে কোনটাতেই কাজ করা আর সম্ভব হয়নি৷ ‘গোল্ড’ই হয়তো আমার ভাগ্যে ছিল৷”

তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি