ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দশ বছর পর একসঙ্গে সালমান-প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১৯ এপ্রিল ২০১৮

বলিউড ‘ভাইজান’ সালমানের পরবর্তী সিনেমায় তাঁর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে ‘সলাম-এ-ইস্ক’, ‘মুঝসে শাদি করোগি’ সিনেমাতে দুজনের রসায়ন দেখেছে দর্শক। এবার আবারও তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘ভারত’ নামের সিনেমায়।

এদিকে নতুন করে সালমানের সঙ্গে কাজ করতে পারার সুযোগ নিয়ে বেশ খুশি প্রিয়াঙ্কা। এই সিনেমার মাধ্যমেই তিনি আবারও ফিরে আসছেন বলিউডে। অপরদিকে প্রিয়াঙ্কাকেও স্বাগত জানিয়েছেন সালমান। তাকে নিয়ে একটি পোস্ট ও করেছেন তিনি।

কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কাকে নিয়ে উচ্ছ্বসিত ‘ভারত’ সিনেমার পুরো টিম। জানা গেছে, সিনেমার গল্পটি পড়েই উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রিয়াঙ্কা। আর সে জন্যই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি। প্রায় ১০ বছর পর আবারও অনস্ক্রিনে ফিরছেন তারা দুজন।

উল্লেখ্য, স্বাধীনতা উত্তর দেশের উন্নয়ন আর সেই সাধারণ মানুষটির বেড়ে ওঠার পটভূমিতে এক সামাজিক বার্তা দিতে যাচ্ছে এই সিনেমা। পাশাপাশি দেশ ভাগের ৭০ বছর ঘিরেও একটি সুপ্ত বার্তা তুলে ধরা হচ্ছে ‘ভারত’ সিনেমাটিতে।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি