ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষণ নিয়ে প্রশ্ন তুললেন আলিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের কাঠুয়ায় আট বছরের শিশুকন্যা আসিফাকে ধর্ষণ, পাশবিক অত্যাচার এবং হত্যার প্রতিবাদে সরব হয়ে উঠেছে বলিউডের তারকারা। সানি লিওন, কারিনা কাপূর, স্বরা ভাস্কর, কল্কি কেকলান, রাধিকা আপতের মত অনেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে জানাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আলিয়া ভাট্ট।

আলিয়া বলেন, ‘শুধু বলিউডের কলাকুশলীরাই নয়, এই ঘটনায় ফুঁসছে সারা দেশের মানুষ। মানবিকতার এই চরম অপমানে সকলেই ক্ষুব্ধ। যা ঘটেছে তা লজ্জার বিষয়।’

মানবিকতার দিকে প্রশ্ন তোলার পাশাপাশি নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেছেন, ‘একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে ও এই দেশের একটা অংশ হওয়ার জন্য আমার খুব খারাপ লাগছে যে এত ঘৃণ্য ঘটনা ঘটেছে।’

উল্লেখ্য, বর্তমানে ‘গল্লি বয়’ ও ‘রাজি’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া।

সূত্র : এবেলা

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি