ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুসুমের আত্মবিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দেশের সু-অভিনেত্রীদের একজন কুসুম শিকদার। ‘গহীনে শব্দ’ ছিল তার উত্থানের প্রথম ধাপ। এরপর ‘লাল টিপ’ দিয়ে বাণিজ্যিক ঘরানার সিনেমায় প্রবেশ। সবশেষ ‘শঙ্খচিল’ দিয়ে দর্শক ও সমালোচকদের ভাবিয়ে তোলেন তিনি। উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের সিনেমাতে অভিনয় করে ব্যপক প্রশংসা কুঁড়িয়েছেন এই অভিনেত্রী। নিজের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছেন তখনই। সেই আত্মবিশ্বাসে পেয়েছেন সাফল্য। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কুসুম।

এ বিষয়ে কুসুম শিকদার বলেন, ‘শঙ্খচিল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, এটি হতে পারে আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্ন ধাঁচের একটি সিনেমা। এখন বাংলাদেশ ও ভারতে ‘শঙ্খচিল’ সিনেমাটি রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় মনে হচ্ছে, আমার ধারণা ভুল ছিল না।’

তিনি আরও বলেন, ‘‘শঙ্খচিল’ সিনেমাতে অভিনয় করে কোনো স্বীকৃতি পাব কি না- তা নিয়ে আদৌ ভাবিনি। এই সিনেমাতে অভিনয়ের সুযোগ পাওয়াই ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের। কারণ, এর গল্প, চরিত্র যেমন ভিন্ন ধরনের মনে হয়েছে, সেই সঙ্গে ছিল গৌতম ঘোষের মতো বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করার স্বপ্ন।’

কুসুম শিকদার বলেন, ‘একটি ভালো কাজের জন্য যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়, তার সবকিছুই ছিল ‘শঙ্খচিল’ সিনেমাতে। তারপরও অবাক হতে হয়েছে এটা দেখে যে, লাক্স তারকা কুসুম শিকদারকেও এ সিনেমার জন্য অডিশন দিতে হয়েছে। এমন নয় যে এটাই তার প্রথম চলচ্চিত্র।’

তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য অডিশন দিয়েছিলাম। এ জন্য নির্বাচিত হওয়ার পর উল্লাসটা ছিল বাঁধভাঙা।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি