ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আবির-পাওলির নতুন প্রেম  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ১৯ এপ্রিল ২০১৮

কৌশিক আর শ্রেয়া বেশ চুটিয়ে প্রেম করত একটা সময়৷ তবে কী কারণে যেন তাদের ছাড়াছাড়ি হয়ে যায়৷ মুখ দেখাও বন্ধ ছিল৷ কথায় আছে, অতীত ফিরে আসে। তেমনি আবারও সামনাসামনি হল পুরানো প্রেমিক-প্রেমিকা৷ ছাড়াছাড়ির কারণ কী, আবার কী করে দেখা হল, কার মনে কী ঘুরছে সব খোলসা হবে ‘তৃতীয় অধ্যায়’ ছবিতে৷ সিনেমাটির গল্প এইভাবেই শুরু হয়৷ কৌশিকের চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় এবং শ্রেয়ার ভূমিকায় পাওলি দাম৷      

রোম্যান্টিক থ্রিলার ভরপুর এই ছবির প্লট অন্য পাঁচটা প্রেমের গল্প থেকে আলাদা৷ কৌশিক একজন স্পোর্টস টিচার এবং শ্রেয়া  ‍বুটানিস্ট৷ ছোটোবেলায় একে অপরের প্রেমের পড়েছিল তারা৷ ব্রেকআপ হয় কোনো কারণে৷ তারপর বহুদিন পর দু’জনের দেখা হতেই পালটে যায় তাদের জীবন৷    

ঝাড়খণ্ডের একটি ছোট শহরে দেখা হতেই শুরু হয় সমস্যা৷ ব্রেকআপের কারণ যে একেবারেই সামান্য ছিল না তা খানিকটা টের পাওয়া গেল পরিচালকের কথায়৷ একটি সাক্ষাৎকারে তিনি জানান ছাড়াছাড়ির কারণটা ছিল মারাত্মক৷ তাই বহুদিন পর যখন কৌশিক-শ্রেয়ার দেখা হবে তখন একে অপরের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার প্রবণতা দেখা যাবে।  

‘তৃতীয় অধ্যায়’ এ আবির এবং পাওলি ছাড়াও দেখা যাবে সৌরভ দাস, অরুনিমা হালদার, ইকবাল সুলতানকে৷

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি