ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় শহিদ-মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২০ এপ্রিল ২০১৮

আবারও মা হচ্ছেন মীরা রাজপুত। সম্প্রতি প্রকাশিত কিছু ছবি তেমনটাই জানান দিচ্ছে। ছবিতে প্রেগন্যান্ট মীরারকে দেখে বোঝাই যাচ্ছে মা হতে যাচ্ছেন শহিদ পত্নী। ফলে মীরা রাজপুত শহিদ কাপুরের মেয়ে মিশার জীবনে আসছে নতুন সঙ্গী। তবে সেই সঙ্গী ভাই হবে, নাকি বোন, সে কথা এখনও প্রকাশ পায়নি। তবে এটা বলা যায় সবাই অপেক্ষায় রয়েছে মীরা-শহিদের দ্বিতীয় সন্তানের।

জিম থেকে মার্কেট, মীরা ঘরের বাইরে মানেই ফটোগ্রাফারদের ফ্রেমেবন্দি। সম্প্রতি নীল প্যান্ট আর সাদা টি-শার্টে মীরা নজরে পড়েন পাপরাজিৎদের। ছবির জন্য পোজও দেন তিনি। কিন্তু এই ছবিগুলো সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ পোশাকারের ভেরত দিয়ে উঁকি মারছে মীরার ছোট্ট বেবি বাম্প। যা ইঙ্গির দিচ্ছে সুখবরের।

মাস কয়েক আগে মীরা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘তিনি এবং শহিদ দ্বিতীয় সন্তানের চিন্তা করছেন। তবে সেটা কবে? তা ঠিক হয়নি।’

একই সঙ্গে তিনি আরও বলেন, ‘দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পরই, ক্যারিয়ার নিয়ে ভাববেন তিনি।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি