ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাহিরার নকল গান ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক। এরপর বিচ্ছেদ। মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসেন মাহিরা খান। কিন্তু, এবার রাজ কাপুরের একটি গানের ভিডিওতে অভিনয় করে ভাইরাল হলেন তিনি।

ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে দেখা গেছে মাহিরা খানকে। রাজ কাপুরের একটি জনপ্রিয় গানের সঙ্গে তাল মেলাতে দেখা যায় তাকে। আর ওই ভিডিও প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৮ সাল শুরু হওয়ার আগেই রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় মাহিরা খানের। যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। তবে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং শুরু হওয়ার পর আলিয়া ভাট, আয়ান মুখোপাধ্যায় দেশে ফিরে আসলেও রণবীর ফেরেননি। শুটিং শেষ করে রণবীর নাকি সোজা লন্ডন চলে যান। ওই সময় মাহিরাও লন্ডনে ছিলেন। সে কারণে রণবীরও লন্ডনে চলে যান বলে গুঞ্জন শোনা যায়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি