ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শত প্রভাবশালীদের তালিকায় দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় প্রবেশ করলেন দীপিকা পাডুকন। দীপিকাই একমাত্র ভারতীয় অভিনেত্রী, যিনি টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিলেন।

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রবেশের পর পরই দীপিকাকে অভিনন্দন জানান প্রিয়াঙ্কা চোপড়া। টাইমস ম্যাগাজিনের পাতায় দীপিকার নাম উঠে আসায় তিনি খুশি। দীপিকার পাশাপাশি বিরাট কোহলিও টাইম ম্যাগাজিনের পাতায় জায়গা করে নিয়েছেন। ফলে, বিরাটকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

এদিকে টাইম ম্যাগাজিনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির তালিকায় দীপিকার নাম আসার পর তাঁকে অভিনন্দন জানান রণবীর সিং। শুধু তাই নয়, প্রকাশ্যে ইনস্টাগ্রামে দীপিকাকে ‘রানি’ বলেও উল্লেখা করেছেন রণবীর।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি