ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাক অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুলে ‘মি টু’ ক্যাম্পেনে সামিল হলেন পাকিস্তানি গায়িকা মিশা সফি। অভিযোগের আঙুল তুললেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আলি জাফরের বিরুদ্ধে।

সম্প্রতি মিশা সফি অভিযোগ করেন, ইন্ডাস্ট্রিতে আসার পর যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ইন্ডাস্ট্রিতে এসেই যে তাঁর ওইরকম অভিজ্ঞতা হয়েছে, এমন নয়। গায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পরই তাঁকে ওই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে।

মিশার অভিযোগ, পাকিস্তানের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা আলি জাফর তাঁর সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন। আলির হাতে যৌন হেনস্থার শিকারও হতে হয়েছে তাঁকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে সরব হন এই পাকিস্তানি গায়িকা। পাশাপাশি একজন গায়িকা কিংবা মা হিসেবে তাঁর কাছে আলি জাফরের ওই ব্যবহার একেবারেই অনভিপ্রেত বলেও কড়া সমালোচনা করেছেন মিশা সফি। যদিও, পাক গায়িকার সব অভিযোগ অস্বীকার করেছেন আলি জাফর।

সম্প্রতি হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে সরব হন একাধিক অভিনেত্রী। এরপর থেকেই কর্ম ক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলতে শুরু করেন একাধিক অভিনেত্রী। যার মধ্যে রাধিকা আপতে, বিদ্যা বালানরাও রয়েছেন।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি