ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুটি বাঁধছেন ঋতুপর্ণা-আলমগীর   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:১৬, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নন্দিত অভিনেতা-আলমগীর। তার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও। সিনেমাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির নাম ‘আমার লবঙ্গতা’।

সম্প্রতি আলমগীরের মুক্তি পাওয়া ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার তার অনুরোধে কলকাতার ছবিতে কাজ করতে যাচ্ছেন আলমগীর।

এ বিষয়ে আলমগীর বলেন, এই সিনেমার পরিচালক, প্রযোজক বা কারা অভিনয় করছেন এর কিছুই আমি জানিনা। ঋতু আমাকে ফোন করে জানায়, `তোমাকে এই ছবিতে অভিনয় করতেই হবে।` ঋতু আমার ঘরের মেয়ের মতো, সে যেহেতু অনুরোধ করেছে ফলে কিছুই আর জিজ্ঞেস না করে ছবি করতে কলকাতায় আসা।

`আমার লবঙ্গতা` ছবিটি পরিচালনা করছেন বাপ্পা বন্দোপাধ্যায়। ছবিতে আরও অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্থসারথি দেব, ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং পূজা দত্ত। `আমার লবঙ্গতা` ছবির সংগীত পরিচালনা করছেন বাপ্পি লাহিড়ী। গান গেয়েছেন বাপ্পি লাহিড়ী, শান, অলকা ইয়াগনিক, সাধনা সরগম এবং অন্বেষা।   

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি