ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ফের এফডিসি আসছেন অনন্ত জলিল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:১৫, ২০ এপ্রিল ২০১৮

বদলে গেলেন চিত্রনায়ক অনন্ত জলিল। সিনেমা জগত ছেড়ে এখন পুরোপুরি রয়েছেন নামাজ রোযা নিয়ে। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান নিয়েই থাকে তার এখন যত ব্যস্ততা। তাই এফডিসি থেকে রয়েছেন যোজন যোজন দূরে। এবার অনেক দিন পর আবার আসছেন এফডিসিতে। তবে সিনেমার কোনো কাজে নয়। শনিবার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আজ (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই নতুন খবরটি জানালেন অনন্ত জলিল। তিনি লিখেন, ‘অনেকদিন এফডিসিতে যাওয়া হয় না, তবে এবার যাচ্ছি।’

শনিবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে তিনি এফডিসিতে আসছেন। একদল দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীর টানেই তিনি সেখানে আসবেন।   

অনন্ত জলিল লিখেন, ‘আমার এফডিসিতে যাত্রার কথা শুনে আশাকরি শঙ্কিত হবেন না। ২১ এপ্রিল দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দেখতেই আমি আবারও এফডিসিতে যাবো। এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় ডিবেট ফর ডেমোক্রেসি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা।’

নিজের ও অন্যদের সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমি দাঁড়াতে চাই, তাদের সহযোগিতার পাশাপাশি উৎসাহ দিতে চাই। তবে আমার মতো গুটি-কয়েকজন তাদের পাশে দাঁড়ালে হবে না, সামর্থ্যবান সকলকেই এগিয়ে আসতে হবে। এতে করে তারা যেমন এগিয়ে যাবে, পাশাপাশি আমাদের সোনার বাংলাদেশটিও এগিয়ে যাবে।’

দৃষ্টি-প্রতিবন্ধীদের নিয়ে এমন ভিন্ন ধারার জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ডিবেট ফর ডেমোক্রেসি। এবারের উদ্বোধনী আসরে সরকারি দল হিসেবে অংশ নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীরা। 

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি