ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

দীপিকার প্রশংসায় ভিন ডিজেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ২১ এপ্রিল ২০১৮

টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি তালিকায় স্থান করে নিয়েছেন।

দীপিকার জন্য এই প্রাপ্তি খুবই আনন্দের। তথা ভারতবাসীদের জন্য মহা সম্মানের। এক কথায় পুরো বলিউডের জন্য এটি অনেক বড় প্রাপ্তি। দীপিকার এ অর্জনের পর তার দেশের অনেক শিল্পীই তাকে অভিনন্দন জানিয়েছেন। বাদ যায়নি হলিউডও। বোঝাই যাচ্ছে হলিউড তারকা ভিন ডিজেলের চেয়ে বেশি খুশি আর কেউ হননি। ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এই সিনেমাটির মধ্যে দিয়ে ডিজেলের সঙ্গে হলিউডে প্রথম পা রেখেছিলেন দীপিকা। দীপিকার প্রশংসা করতে কার্পণ্য করেননি ভিন ডিজেল।

ডিজেল লিখেছেন, এই পৃথিবী যা কিছু দেয়ার মতো আছে দীপিকাই তার সেরা। তিনি কেবল ভারতকেই প্রতিনিধিত্ব করেন না, তিনি পুরো বিশ্বকে প্রতিনিধিত্ব করেন।

জবাবে ভিন ডিজেলকে ট্যাগ করে ইনস্টাগ্রামে দীপিকা লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ।’

উল্লেখ্য, দীপিকার পাশাপাশি আরও দুই ভারতীয় টাইম ম্যাগাজিনের পাতায় জায়গা করে নিয়েছেন। তারা হলেন- ক্রিকেটার বিরাট কোহলি এবং ওলার সহপ্রতিষ্ঠাতা ভাবিস আগারওয়াল।

সূত্র : বলিউড লাইফ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি