ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

এই প্রথম বিজ্ঞাপনে নোবেল-পূর্ণিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২১ এপ্রিল ২০১৮

এর আগে বেশ কিছু নাটক, টেলিছবিতে একসঙ্গে কাজ করেছেন নোবেল পূর্ণিমা। বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করেছেন। তবে এবারই প্রথম বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন তারা দুজন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানা মাসুদ।

এটিতে কাজ করা প্রসঙ্গে নোবেল বলেন, ‘পূর্ণিমা খুব সিরিয়াস একজন শিল্পী। তার কাজে আমি মুগ্ধ। নতুন বছরে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। রানার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে কাজ করেন।’

পূর্ণিমা বলেন, ‘এর আগে নোবেল ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। দেশের বাইরে এবং দেশের মধ্যেও স্টেজ শোতে অংশ নিয়েছি। কিন্তু এবারই প্রথম তার সঙ্গে বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করেছি। তার সঙ্গে যতগুলো কাজ করার প্রস্তাব এসেছে, বেশ উৎসাহ নিয়েই কাজগুলো করেছি। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী।’

নির্মাতা জানান, বিজ্ঞাপনটির কাজ সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক মানের টেকনিক্যাল টিম আনা হয়েছে। শিগিগিরই এটি প্রচারে আসার কথা রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি