ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চেয়ারম্যানের সঙ্গে অপুর ভিডিও ভাইরাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জয়পুরহাটের মেয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবারের বৈশাখটা তিনি সেখানেই উদযাপন করেছেন। তবে একা অথবা পরিবারের সদস্যদের সঙ্গে নয়, ১৬ হাজার জামাইয়ের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেন অভিনেত্রী। আর সেই অনুষ্ঠানের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে এক ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে নাচতে দেখা গেছে অপুকে।

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে প্রতি বছর গ্রামের জামাইদের বরণের মধ্যে দিয়েই বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হয়। এবার সেই বরণ উৎসবে উপস্থিত ছিল সস্ত্রীক ১৬ হাজার জামাই। তাদের বিভিন্ন উপহারও দেন প্রতীকী শ্বশুর ইউনিয়ন চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক। আর সেখান গানের সঙ্গে সঙ্গে নাচ করেন অপু।

সেই অনুষ্ঠানের একটি ভিডিও ইন্টারনেটে কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উৎসব মঞ্চে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘জান কুরবান’ সিনেমার জনপ্রিয় ‘কারো প্রেমে পড়লাম নারে, মজা কি বুঝলাম নারে, শোনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ’ গানটির সঙ্গে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে নাচছেন অপু।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি