ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শাকিবের সঙ্গে সেলফি তোলার আফসোস মানসীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২১ এপ্রিল ২০১৮

পশ্চিমবঙ্গে শাকিব খান অভিনীত সিনেমা ‘চালবাজ’ মুক্তি পেয়েছে শুক্রবার। এ সিনেমায় তার বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এসকে মুভিজের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। শাকিব খান ঢালিউডের তারকা হলেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ওপার বাংলায়। শুধু সাধারণ দর্শক নয়, সেখানকার অন্য তারকাদের পছন্দের নায়ক তিনি। এবার তার প্রমাণ পাওয়া গেলো।

সম্প্রতি বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে সেলফি তুলতে না পারায় আফসোস করেছেন কলকাতার মডেল-অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছোটপর্দার দর্শকরা তাকে বেশ ভালোভাবেই চেনেন। তিনি ‘সাত ভাই চম্পা’র খলনায়িকা শ্বেতাংশির ভূমিকায় অভিনয় করছেন। বড়পর্দাতেও তিনি খলনায়িকা।

বিষয়টি নিয়ে মানসী বলেন, ‘খুব ভালো লেগেছে আমার এই সিনেমাতে কাজ করে। শাকিব খুব ভালো একজন মানুষ। আর এই সিনেমাটা আমার কাছে সামহাউ খুব লাকি। এই সিনেমার পরেই আমি বেশ কিছু ভালো কাজের অফার পেয়েছি। তাই খুবই স্পেশাল আমার কাছে। তাছাড়া আমার দাদার ভূমিকায় অভিনয় করেছে সাগ্নিকদা। আমাকে প্রচুর সাহায্য করেছেন।’

তবে মানসীর একটাই আফসোস রয়ে গেছে। শাকিব খানের সঙ্গে এতদিন শুটিং করার পরেও একটাও সেলফি তোলা হয়নি। তবে তার আশা খুব শীঘ্রই সেই ইচ্ছে পূরণ হবে মানসীর।

উল্লেখ্য,

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি