ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আবারও একসঙ্গে দীপিকা-ভিন ডিজেল    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:১৮, ২১ এপ্রিল ২০১৮

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে। দীপিকার জন্য শুধু ভিন ডিজেল নয় ছবির পরিচালক ডি জে কারুসোরও তাকে ভীষণ পছন্দ করেন। তাই `ট্রিপল এক্স` ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতেও নায়িকা হচ্ছেন তিনি।

`ট্রিপল এক্স দ্য রিটার্ন অব জেন্ডার কেজ`-এর পর সিরিজের চতুর্থ ছবিতে এই বলিউড সুন্দরী যে থাকছেন তা টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক।

এর আগে `ট্রিপল এক্স দ্য রিটার্ন অব জেন্ডার কেজ` ছবিতে প্রায় ঘণ্টা দেড়েকের উপস্থিতি ছিল দীপিকার। নিজস্ব বাচনভঙ্গি আর ভিন ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে নজর কেড়ে নিয়েছিলেন এ বলি বিউটি।

`ট্রিপল এক্স` সিরিজের চতুর্থ ছবির জন্য আগামী সপ্তাহে নির্মাতারা দীপিকার সঙ্গে আলোচনায় বসবেন। এ কারণেই হয়তো `পদ্মাবত`র পর আর কোনো কাজ হাতে রাখেননি দীপিকা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি