ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভুল করে শাহরুখের অফিসে জ্যাকুলিন!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:০৬, ২১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউড এই সুন্দরী একের পর এক ছবি করে যাচ্ছেন। অভিনয় গুণে ইতিমধ্যে নিজের জায়গাটি করে নিয়েছেন। সম্প্রতি এই অভিনেত্রী শাহরুখ খানের মুম্বাইয়ের অফিস ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ এ গিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই ধারণা করছেন শাহরুখের পরবর্তী কোনো ছবিতে অভিনয়ের জন্য জ্যাকুলিন আগে থেকেই যোগাযোগ করছেন।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, শাহরুখ খানের হাতে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে। এর মধ্যে `ডন ৩`, সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবি, সিদ্ধার্থ রায় প্রযোজিত `স্যালুট` ইত্যাদি উল্লেখযোগ্য। যদিও শাহরুখ কোনো ছবির ব্যাপারেই এখন পর্যন্ত কোনো ঘোষনা দেননি। যে সময়ে ছবিগুলোতে শাহরুখের অভিনয় নিয়ে আলোচনা চলছে ঠিক তখনই শাহরুখের অফিসে জ্যাকুলিনের যাওয়া জল্পনার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

যদিও শাহরুখ খানের অফিসে যাওয়াটাকে ভুল করে যাওয়া বলেই হেসে উড়িয়ে দিয়েছেন জ্যাকুলিন।  

জ্যাকুলিনের এমন উত্তর মোটেও মানতে পারছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এতদিন শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রীকে তিন খানের মধ্যে শুধুমাত্র সালমান খানের বিপরীতেই দেখা গিয়েছে। তবে তার শাহরুখের অফিসে যাওয়ার ঘটনায় অনেকেই আশা করছেন, শিগগরীই হয়তো তাকে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে পর্দায়।

সূত্র : ডিকেন ক্রনিক্যাল

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি