ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

গাজায় হামলার প্রতিবাদে ইহুদি অভিনেত্রীর পুরস্কার প্রত্যাখ্যান   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:১৮, ২২ এপ্রিল ২০১৮

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদস্বরূপ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি বংশোদ্ভুত হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। ইসরায়েলের জেনেসিস নামের একটি সংগঠন থেকে তাকে এই পুরস্কার দেওয়ার কথা ছিল।   

জানা গেছে, গাজায় সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটালি এ সিদ্ধান্ত নিয়েছেন।

খ্যাতিম্যান এই অভিনেত্রীকে পুরস্কৃত করার জন্য আয়োজিত অনুষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত  বাতিল করেছে আয়োজক সংস্থা জেনেসিস। 

সংস্থাটির ওয়েবসাইটে নাটালির একজন প্রতিনিধিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘ইসরায়েলে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা খুবই বেদনাদায়ক। এবং এ কারণে দেশটিতে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।’

জেনেসিস তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা নাটালির মানবিকতাবোধের প্রশংসা করি এবং জনসম্মুখে ইসরায়েলি সরকারের নীতির সমালোচনার অধিকারের প্রতিও সম্মান জানাই। তবে জেরুজালেমে আয়োজিত আমাদের অনুষ্ঠানে তিনি রাজনৈতিক কারণে হাজির হতে অস্বীকার করায় আমরা খুবই ব্যথিত হয়েছি। আমাদের শঙ্কা হচ্ছে, তার এই সিদ্ধান্তের কারণে আমাদের দাতব্য উদ্যোগটি রাজনীতিকরণের মুখে পড়তে পারে।’

প্রসঙ্গত, নাটালি একজন ইহুদি এবং ইসরায়েলে জন্মগ্রহণকারী নাগরিক। তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। মিলিয়ন ডলার মূল্যমানের জেনেসিস প্রাইজ ২০১৪ সাল থেকে দেওয়া হয়। ইসরায়েল বা ইহুদীদের কল্যাণে কাজ করেছেন এমন কাউকে এটি দেওয়া হয়।   

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি