ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

প্রকাশ পেল ‘পটাকা’র টিজার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩০, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:১৭, ২২ এপ্রিল ২০১৮

নুসরাত ফারিয়া শুধু অভিনয়ে নয়, গানেও রয়েছে তার বিশেষ দক্ষতা। তাইতো ‘পটাকা’ শিরোনামে তিনি এবার কণ্ঠ দিয়েছেন।

গত ১৫ এপ্রিল গানটির পোস্টার প্রকাশ করা হলে দর্শক শ্রোতাদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আজ (২১ এপ্রিল) বিকালে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছে গানটির ১৯ সেকেন্ডের টিজার। যার মধ্য দিয়ে ঠিকই অনুমান করা গেছে এ নায়িকার ধারালো কণ্ঠ আর গ্ল্যামারের ঝলক।

আর পুরো গানের ঝলক দেখতে অপেক্ষা করতে হবে ২৬ এপ্রিল পর্যন্ত। এদিন সন্ধ্যায় বেশ ধুমধাম করে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে পুরো গান-ভিডিও।

গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের চলচ্চিত্র পরিচালক বাবা যাদব। এতে মডেল হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই।

এদিকে আলোচিত গান-ভিডিওটি প্রকাশের আগেই নতুন ঘোষণা দিলেন এই নায়িকা-গায়িকা। জানালেন, গান-ভিডিওটি থেকে আয়ের ১০ ভাগ অর্থ ব্যয় করা হবে ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের কাজে।

ফারিয়া বলেন, ‘‘ময়মনসিংহের রাইমনি গ্রামে কোনও স্কুল ছিল না। চার বছর আগে পারিবারিক উদ্যোগে আমরা সেখানে একটি স্কুল গড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি, ‘পটাকা’র ইউটিউব ও স্টেজ শো থেকে যে আয় হবে তার ১০ ভাগ স্কুলটির জন্য ব্যয় করবো।’’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি