ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে এফডিসিতে অনন্ত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ২১ এপ্রিল ২০১৮

দেশে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে ‘যুক্তির আলোয় দেখি’ শিরোনামে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এফডিসিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিতার্কিকদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। 

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি