ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডিজে আভিসি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:২০, ২২ এপ্রিল ২০১৮

সুইডেনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী টিম বার্গলিং ওরফে ডিজে আভিসি আর নেই। শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আভিসির মুখপাত্র।

ঠিক কীভাবে এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে অন্য সূত্রে জানা গেছে, অতিরিক্ত মদপানের জন্য তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছিলেন তিনি।

টিম বার্গলিং ওরফে আভিসি দু’বার এমটিভি অ্যাওয়ার্ড বিজয়ী এবং দু’বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত। ইলেকট্রনিক ডান্স মিউজিক- (ইডিএম)এর অন্যতম পথিকৃৎ তিনি। মাত্র ১ রাতেই আড়াই লাখ ডলার আয়ের রেকর্ডও রয়েছে এই তারকার। ‘ওয়েক মি আপ’ ‘লেভেলস’, ‘লোনলি টুগেদার’সহ বহু জনপ্রিয় গান তারই তৈরি।

তার আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবার। এভিসির পরিবার সকলের কাছে বিনম্র অনুরোধ জানিয়েছে যে - এই কঠিন সময়ে তাদের যেন একা ছেড়ে দেওয়া হয়।

সূত্র : সিএনএন

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি