ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচিত হেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ২২ এপ্রিল ২০১৮

ভারতে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। কাঠুয়া এবং উন্নাও গণধর্ষণ কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। বিক্ষোভ, প্রতিবাদ চলছে সর্বত্র। তারকারাও সেই প্রতিবাদে অংশ নিচ্ছেন যে যার অবস্থান থেকে। এবার বিজেপি সাংসদ হেমা মালিনী গণধর্ষণ কাণ্ডে মন্তব্য করেছেন। তবে তার বক্তব্যটি বিতর্কিত।

হেমা মালিনী বলেছেন, ‘‌এইধরণের ঘটনাগুলো এখন বড্ড বেশি প্রচার পাচ্ছে। এই ধরণের ঘটনা অতীতেও ঘটেছে। যা হয়ত আমরা জানি না। তবে এরকম ঘটনার ওপর নিশ্চয়ই গুরুত্ব দেওয়া উচিত। এই ঘটনা মোটেই কাম্য নয়। এর ফলে ভারতের নাম খারাপ হচ্ছে।’‌

বলিউড অভিনেত্রীর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন হেমা মালিনী।‌

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি