ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

নয়া রোমান্সে কারিনা-সিদ্ধার্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ২২ এপ্রিল ২০১৮

কারিনা কাপুর সিদ্ধার্থ মালহোত্রা। ধর্মা প্রোডাকশনের ব্যানারে এবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা দুজন। ইতোমধ্যেই তারা নতুন ওই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও এখনও সিনেমাটির নাম ঠিক করা হয়নি। তবে সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে কারিনাকে। সবকিছু ঠিক থাকলে এটি হবে একসঙ্গে তাদের প্রথম সিনেমা।

কারিনা-সিদ্ধার্থ ছাড়াও সিনেমাটিতে আরও একটি জুটি থাকবে বলে জানা গেছে। তবে বাকি অভিনয়শিল্পী কারা হবেন তা এখনো চূড়ান্ত করেননি নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করবেন ধড়ক সিনেমায় শশাঙ্ক খাইতানের সহকারী পরিচালক রাজ মেহতা। এর মাধ্যমে পরিচালক হিসেবে তার পথচলাটাও শুরু হবে।

উল্লেখ্য, বর্তমানে কারিনা ব্যস্ত রয়েছেন ‘বীরে ডি ওয়েডিং’ সিনেমা নিয়ে। যদিও এর আগে ‘কি অ্যান্ড কা’ সিনেমায় তার চেয়ে কম বয়সি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন কারিনা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সিদ্ধার্থ। এদিকে সংসার নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন এই তারকা। একমাত্র সন্তান তৈমুরকে নিয়ে তার এই ব্যস্ততা।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি