ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আবারও ঘর বাঁধলেন রাহুল-প্রিয়াঙ্কা! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২২ এপ্রিল ২০১৮

বিচ্ছেদ হয়েছে অনেক দিন। তবে আবারও কাছাকাছি আসলেন টালিউড তারকা রাহুল ও প্রিয়াঙ্কা। বিয়ের পর নতুন করে ঘর বাঁধলেন দুজন। সাজিয়ে নিলেন নতুন সংসার। শুনতে অবাক লাগছে তাই তো! ভাবছেন, বিচ্ছেদের পর কি করে আবারও ঘর বাঁধলেন তারা? আর কেনোই বা এই সিদ্ধান্ত নিলেন?

আসলে বিষয়টি তেমন নয়। রাহুল-প্রিয়াঙ্কা এবার কাছাকাছি আসলেন ঠিকই, তবে বাস্তবে নয়, পর্দায়। মৈনাক ভৌমিকের ‘আমি vs তুমি’র জন্য এবার কাছাকাছি আসলেন রুপোলী পর্দার এই প্রাক্তন জুটি।

যেখানে রাহুল এবং তৃণার (রিলের নাম) সংসারের টুকরো টুকরো দৃশ্য তুলে ধরা হয়েছে। আধ সেদ্ধ আলু থেকে শুরু করে পোড়া ভাত, সবকিছুই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। শুধু তাই নয়, বিয়ে করে নতুন করে সংসার পাতার পর কী হাল হয়েছে রাহুল-তৃণার, তার ঝলকই দেখা গেছে ‘আমি vs তুমি’র ট্রেলরে।

বিচ্ছেদ হওয়ার পরেও রাহুল-প্রিয়াঙ্কা জুটির ‘ম্যাজিক’ আবারও যে দেখা যাবে- এটা নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। তবে নতুন করে পুরানো সেই রসায়ন যে বেশ জমবে তা ‘আমি vs তুমি’র ট্রেলার ভিডিওতে স্পষ্টই প্রকাশ পেয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি